|
বাংলা ই-বইয়ের জগতে edition NEXT একটি প্রতিষ্ঠিত নাম। শুধু মাত্র বাংলা ই-বইয়ের প্রকাশিত সংখ্যাই দুইশতাধিক। বর্তমানে ছাপা বইয়ের কাজও শুরু করেছি। ছাপা হয় আমেরিকা (“আন্তর্জাতিক সংস্করণ”) এবং ভারতবর্ষ (“ভারতীয় সংস্করণ”) থেকে। নামী অনামী এবং সমস্ত ভাষার লেখক লেখিকারা স্বাগত। বইয়ের ভবিষ্যৎ কি ই–বই? তার উত্তর ভবিষ্যতে পাওয়া যাবে, তবে নির্দ্বিধায় বলা যায় ই–বইয়ের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
১) ই–বই রিডিং পড়ে শোনায় (অডিও বই নয়, অডিও বই অডিও টেপ ছাড়া কিছু নয়) আমাদের ই–বইয়ে পড়া ও শোনা দুটোই করা যায়। ২) ছাপা বইয়ের তুলনায় দাম খুব কম তাই বিক্রির সম্ভবনা অনেক বেশী। ৩) আমাদের ই–বই বিশ্বের প্রায় সব নামী ই–বই স্টোরে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য Amazon Kindle, Google Play Books, Barnes & Noble, iBooks, Kabo, Scribd ইত্যাদি। ৪) ভৌগলিক সীমা নেই। বিশ্বের ৫০টিরও বেশী দেশে সরাসরি তাদের মূদ্রায় বিক্রির ব্যবস্থা। ৫) আকর্ষণীয় মার্কেটিং কৌশল, কেনার আগেই কিছুটা পড়ে দেখে নেওয়া যায়, বই কেনার পরেও ভালো না লাগলে ফেরত দিয়ে টাকা ফেরত পাওয়া যায়।* ৬) ৫ বছরেরও বেশী সময় ধরে বাংলা ই–বই নিয়ে কাজ করার অভিজ্ঞতা। ৭) নতুন কোন গ্যাজেট না কিনে স্মাট ফোনেও পড়া যায়, যা সাধারণ মানুষের কাছে অনেক বেশী আকর্ষণীয়। ৮) প্রয়োজনে বইয়ের প্রচ্ছদ আমরা করে দিই। ৯) লেখকের কাছ থেকে এক মাত্র সফ্ট কপিই গ্রহণযোগ্য। সফ্ট কপি: মোবাইলে টাইপ অথবা ইউনিকোড টেক্সট(অভ্র) হতে পারে। প্রয়োজনে টইপ করে দেওয়ার ব্যবস্থা আছে।*
প্রথম পর্যায়ে আমাদের পক্ষে নির্বাচিত কিছু বইয়েরই ‘ডিজিটাল সংস্করণ’ প্রকাশ করা সম্ভব এবং এই বই নির্বাচন পুরোপুরি আমাদের নির্বাচকমণ্ডলীর ইচ্ছাধীন। মণ্ডলীর ইচ্ছাধীন।
নির্বাচনের জন্য লেখা পাঠাতে পারেন পি-ডি-এফ, ইউনিকোড টেক্সট(অভ্র), মোবাইলে-এ টাইপ করে অথবা হতে লেখা স্ক্যান করে। লেখা কমপক্ষে ১০-১৫ পাতা হওয়া প্রয়োজন। মেলের Subject-এ লিখতে হবে "for WRITER SELECTION COMMITTEE", সঙ্গে নাম ও ফোন নাম্বার থাকা আবশ্যিক। লেখা পাঠানোর ঠিকানা: selection_committee@editionnext.com
লেখার বিষয়ে কিছু নির্দেশিকা:
এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা স্বাগত।
যোগাযোগ: ✆ 9836053966
লেখকের সাম্মানিকের হার: বইয়ের তালিকা মূল্য*(A) - প্রিন্টিং কস্ট(B) = প্রাথমিক লাভ(C) - বণ্টন খরচ(D) - Gov. Tax(E) = মোট লাভ(F)
বি: দ্র:- ছাপা সংস্করণের সঙ্গে ‘সুলভ সংযোজিত ডিজিটাল সংস্করণের’ ব্যবস্থা আছে।‘সুলভ সংযোজিত আন্তর্জাতিক সংস্করণের’ ব্যবস্থা আছে।
* শর্তাবলী প্রযোজ্য, যে কোন সময় নিয়মাবলী পরিবর্তন কর্তৃপক্ষের ইচ্ছাধীন।
|
|||||||||