প্রিয়
কবি/সাহিত্যিক,

বিষয়: বিনামূল্যে বই প্রকাশ (“আন্তর্জাতিক সংস্করণ”)*

আমরা প্রধানত ই–‌বই প্রকাশক। শুধু মাত্র প্রকাশিত বাংলা ই-বইয়ের সংখ্যাই দুইশতাধিক। বর্তমানে ছাপা বইয়ের কাজ শুরু করেছি। আমাদের বাংলা ই–‌বইয়ের বিপুল সংখ্যক পাঠক ভারতের বাইরের। তাই, ই-বইয়ের মতো প্রিন্ট সংস্করণকেও গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। নামী/ অনামী এবং সমস্ত ভাষার লেখক/ লেখিকারা স্বাগত।

কলেজ স্ট্রিট পাড়া তথা ভারতের বাইরেও বাংলা বইয়ের একটা বড় বাজার আছে। ‌বাংলা বইয়ের পাঠকের তালিকায় শুধু ভারতীয়রাই নন বাংলাদেশিরাও আছেন। যাঁদের কাছে কলকাতার বই খুব একটা সহজলভ্য নয়। এই পাঠকদের কাছে পৌঁছনোও আমাদের লক্ষ্য।

“আন্তর্জাতিক সংস্করণের” বৈশিষ্ট্য গুলি হল:

১) ‘‌আন্তর্জাতিক সংস্করণ’‌–‌এর বই ভারতের সঙ্গে গোটা বিশ্বে বিক্রির ব্যবস্থা আছে।

২) ভারতবর্ষ সহ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, ইতালি, মেক্সিকো, স্পেন, নেদারল্যান্ডস এবং বিশ্বের আরও অনেক দেশে সরাসরি বিক্রির ব্যবস্থা আছে।

৩) প্রতিটি বই ছাপা হয় আমেরিকা থেকে, তাই ছাপার গুণমান আন্তর্জাতিক মানের।

৪) প্রতিটি বইয়ের জন্য আন্তর্জাতিক ISBN নাম্বার রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে।

৫) লেখকের কাছ থেকে এক মাত্র সফ্‌ট কপিই গ্রহণযোগ্য। সফ্‌ট কপি: পি-ডি-এফ, মোবাইলে টাইপ অথবা ইউনিকোড টেক্সট(অভ্র) হতে পারে। প্রয়োজনে টাইপ করে দেওয়ার ব্যবস্থা আছে।*

৬) প্রয়োজনে বইয়ের প্রচ্ছদ আমরা করে দিই।

৭) সঙ্গে অডিও বই এবং ই–‌বইয়েরও সুবিধা [বাংলা ই–বইয়ের জন্য ইউনিকোড টেক্সট(অভ্র) প্রয়োজন]।

৮) ছাপা প্রুফ কপি পাওয়া যায় না, শুধুমাত্র ডিজিটাল প্রুফ বিনামূল্যে পাওয়া যায়। বই প্রকাশের পর বিনামূল্যে এক কপি বই দেওয়া হবে,* তার চেয়ে বেশী বইয়ের প্রয়োজন হলে কিনে নিতে হবে।

৯) প্রায় সব ভাষার এবং ফটোগ্রাফি, আঁকা ও পাঠ্যবই ছাড়া সব ধরনের বই।

প্রথম পর্যায়ে আমাদের পক্ষে নির্বাচিত কিছু বইয়েরই ‘‌আন্তর্জাতিক সংস্করণ’‌ প্রকাশ করা সম্ভব এবং এই বই নির্বাচন পুরোপুরি আমাদের নির্বাচকমণ্ডলীর ইচ্ছাধীন।

নির্বাচনের জন্য লেখা পাঠাতে পারেন পি-ডি-এফ, ইউনিকোড টেক্সট(অভ্র), মোবাইলে-এ টাইপ করে অথবা হতে লেখা স্ক্যান করে। লেখা কমপক্ষে ১০-১৫ পাতা এবং কবিতা হলে ৮ থেকে ১০টি হওয়া প্রয়োজন। মেলের Subject-এ লিখতে হবে “for WRITER SELECTION COMMITTEE”, সঙ্গে নাম ও ফোন নাম্বার থাকা আবশ্যিক। লেখা পাঠানোর ঠিকানা: selection_committee@editionnext.com (যে কোন অসুবধায় 9836053966 নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারেন)।

লেখার মানের উপর নির্ভর করে ছাপা বইয়ের জন্য লেখা নির্বাচনের দুইটি বিভাগ(Category) করা হয়েছে, যথাক্রমে:

বিভাগ ক: Security Deposit অথবা অন্য কোন শর্ত নেই।
বিভাগ খ: বই ছাপার জন্য Security Deposit হিসাবে $100 আনুমানিক সাত হাজার টাকা (₹৭০০০) জমা রাখতে হবে। যা এক বছর মেয়াদ উত্তীর্ণ কালে ফেরত যোগ্য।*

লেখা নির্বাচিত হলে অথবা না হলে ই-মেলের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে নির্বাচক মন্ডলীর রায় চূড়ান্ত
বলে বিবেচিত হবে।*

লেখার বিষয়ে কিছু নির্দেশিকা:
১) আপনার লেখা যদি প্রাপ্তবয়স্কদের জন্য হয়, তাহলে আগেই জানাতে হবে।
২) লেখার মধ্যে কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ অথবা নিন্দা করা চলবে না। রাজনীতির বিরুদ্ধে লেখা যেতে পারে কিন্তু কোন বিশেষ ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়।
৩) কোন ধর্মকে বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত চলবে না।
৪) রাষ্ট্র বিরোধী অথবা ধ্বংসাত্মক নয়, লেখা গঠন মূলক হওয়া বাঞ্ছনীয়।

অন্য কোনও ব্যাপারে আরও জানতেনিম্নস্বাক্ষরকারীরসঙ্গেযোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা স্বাগত।

ধন্যবাদান্তে—

বিনীত

উদয় ভট্টাচার্য

নির্দ্বিধায় যোগাযোগ করুন:
9836053966
WhatsApp: 9432180183

e
Mail: Link "Contact Us" in editionNEXT.com


বি: দ্র:- শুধু মাত্র ‘‌ভারতীয় সংস্করণ’ও‌ ভারতীয় সংস্করণের সঙ্গে ‘‌সুলভ সংযোজিত আন্তর্জাতিক সংস্করণের’ ব্যবস্থা আছে।

লেখকের সাম্মানিকের হার: বইয়ের তালিকা মূল্য*(A) - প্রিন্টিং কস্ট(B) = প্রাথমিক লাভ(C) - বণ্টন খরচ(D) - Gov. Tax(E) = মোট লাভ(F)
লেখকের সাম্মানিক = 40% of  মোট লাভ(F) [F=(C-D)-E]



Mechanical Data:

Paper Sizes We Support(in inches): 5x8 & 6x9

Interior Paper Color: White, Cream

Interior Printing: Color/Black&White

Number of Pages*: Minimum 24 and Maximum 800.

Cover Type: Only Paperback


* শর্তাবলী প্রযোজ্য, যে কোন সময় নিয়মাবলী পরিবর্তন কর্তৃপক্ষের ইচ্ছাধীন।

 

Our Few Print Edition:

India
 
Australia
 
Japan
 
Germany
 
USA
 
Brazil
Nil Bosona Sundari   Ata Gache Tota Pakhi   Patanjali's Yoga Sutras   Sati  
Nil Bosona Sundari
  Nil Bosona Sundari
Canada
 
France
 
Italy
 
Mexico
 
Spain
 
Netherlands
Nil Bosona Sundari   Ata Gache Tota Pakhi   Patanjali's Yoga Sutras   Sati  
Nil Bosona Sundari
  Nil Bosona Sundari

 



Our Print Books available on:
  Flipkart    Walmart    eBay  Alibris  Book Topia          

Our eBooks available on: