![]() |
![]() |
|
১) ‘আন্তর্জাতিক সংস্করণ’–এর বই ভারতের সঙ্গে গোটা বিশ্বে বিক্রির ব্যবস্থা আছে। ২) ভারতবর্ষ সহ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, ইতালি, মেক্সিকো, স্পেন, নেদারল্যান্ডস এবং বিশ্বের আরও অনেক দেশে সরাসরি বিক্রির ব্যবস্থা আছে। ৩) প্রতিটি বই ছাপা হয় আমেরিকা থেকে, তাই ছাপার গুণমান আন্তর্জাতিক মানের। ৪) প্রতিটি বইয়ের জন্য আন্তর্জাতিক ISBN নাম্বার রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। ৫) লেখকের কাছ থেকে এক মাত্র সফ্ট কপিই গ্রহণযোগ্য। সফ্ট কপি: পি-ডি-এফ, মোবাইলে টাইপ অথবা ইউনিকোড টেক্সট(অভ্র) হতে পারে। প্রয়োজনে টইপ করে দেওয়ার ব্যবস্থা আছে।* ৬) প্রয়োজনে বইয়ের প্রচ্ছদ আমরা করে দিই। ৭) সঙ্গে অডিও বই এবং ই–বইয়েরও সুবিধা [বাংলা ই–বইয়ের জন্য ইউনিকোড টেক্সট(অভ্র) প্রয়োজন]। ৮) প্রুফ কপি বিনামূল্যে পাওয়া যায় না। বই প্রকাশের পর বিনামূল্যে এক কপি বই দেওয়া হবে,* তার চেয়ে বেশী বইয়ের প্রয়োজন হলে কিনে নিতে হবে।
প্রথম পর্যায়ে আমাদের পক্ষে নির্বাচিত কিছু বইয়েরই ‘আন্তর্জাতিক সংস্করণ’ প্রকাশ করা সম্ভব এবং এই বই নির্বাচন পুরোপুরি আমাদের নির্বাচকমণ্ডলীর ইচ্ছাধীন।
নির্বাচনের জন্য লেখা পাঠাতে পারেন পি-ডি-এফ, ইউনিকোড টেক্সট(অভ্র), মোবাইলে-এ টাইপ করে অথবা হতে লেখা স্ক্যান করে। লেখা কমপক্ষে ১০-১৫ পাতা হওয়া প্রয়োজন। মেলের Subject-এ লিখতে হবে "for WRITER SELECTION COMMITTEE", সঙ্গে নাম ও ফোন নাম্বার থাকা আবশ্যিক। লেখা পাঠানোর ঠিকানা: selection_committee@editionnext.com
লেখার মানের উপর নির্ভর করে ছাপা বইয়ের জন্য লেখা নির্বাচনের দুইটি বিভাগ(Category) করা হয়েছে, যথাক্রমে:
বিভাগ ক: বই ছাপা সম্পূর্ণ বিনামূল্যে।
বিভাগ খ: বই ছাপার জন্য Security Deposit হিসাবে $100 আনুমানিক সাত হাজার টাকা (₹৭০০০) জমা রাখতে হবে। যা এক বছর মেয়াদ উত্তীর্ণ কালে ফেরত যোগ্য।* লেখা নির্বাচিত হলে অথবা না হলে ই-মেলের মাধ্যমে জানানো হবে।
লেখার বিষয়ে কিছু নির্দেশিকা:
এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা স্বাগত।
যোগাযোগ: ✆ 9836053966
লেখকের সাম্মানিকের হার: বইয়ের তালিকা মূল্য*(A) - প্রিন্টিং কস্ট(B) = প্রাথমিক লাভ(C) - বণ্টন খরচ(D) - Gov. Tax(E) = মোট লাভ(F)
বি: দ্র:- শুধু মাত্র ‘ভারতীয় সংস্করণ’ও ভারতীয় সংস্করণের সঙ্গে ‘সুলভ সংযোজিত আন্তর্জাতিক সংস্করণের’ ব্যবস্থা আছে।
Mechanical Data: Paper Sizes We Support(in inches): 5X8 & 6X9 Interior Paper Color: White Interior Printing: Color/Black&White Number of Pages*: Minimum 24 and Maximum 800. Cover Type: Only Paperback
* শর্তাবলী প্রযোজ্য, যে কোন সময় নিয়মাবলী পরিবর্তন কর্তৃপক্ষের ইচ্ছাধীন।
|
|||||||||
![]() |